Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

৩১৫ বর্গ কিলোমিটার আয়তনের  “কমলনগর” উপজেলা লক্ষ্মীপুর জেলা সদর হতে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত । এর উত্তরে লক্ষ্মীপুর সদর, দক্ষিণে রামগতি উপজেলা, পূর্বে নোয়াখালী সদর উপজেলা এবং পশ্চিমে মেঘনা নদী। লোকসংখ্যা প্রায় ২,২২,৯১৫ জন। ১৭ নভেম্বর, ২০০৫ খ্রি. প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির ৯৩তম সভায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাকে বিভাজন করে “কমলনগর” নামে দেশের ৪৭২তম উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। ২০ সেপ্টেম্বর ২০০৬  খ্রি. সনে উপজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এক নজরে কমলনগর উপজেলা:

ক্র. নং বিষয় সংখ্যা/ পরিমাণ
আয়তন ৩১৫ বর্গ কি.মি. / ৩১,৫০০ হে.
আবাদযোগ্য জমি ২০,৩২৫ হে.
আবাদযোগ্য পতিত জমি ৫৯১ হে.
নীট ফসলী জমি ১৯,৭৩৪ হে.
এক ফসলী জমি ৩৮৪ হে.
দুই ফসলী জমি ৮,৩৭০ হে.
তিন ফসলী জমি ১০,৯৮০ হে.
চার ফসলী জমি -
মোট ফসলী জমি ৫০,০৬৪ হে.
১০ শস্যের নিবিড়তা ২৫৩.৬৯ %
১১ জমি ব্যবহারের ঘনত্ব ৯৫ %
১২ এইজেড এইজেড-১৮ ( নতুন মেঘনা মোহনা প্লাবন ভূমি)
১৩ হাওড়, বিল ও চর
১৪ ইউনিয়ন ০৯ (১নং চর কালকিনি , ২নং সাহেবেরহাট , ৩নং চর লরেঞ্চ , ৪নং চর মার্টিন, ৫নং চর ফলকন, ৬নং পাটারীরহাট, ৭নং হাজিরহাট, ৮নং চর কাদিরা, ৯নং তোরাবগঞ্জ ইউপি)
১৫ ব্লক ২৭ টি
১৬ গ্রাম ৩৩ টি
১৭ হাটবাজার  ২৫ টি
১৮ সার ডিলার বিসিআইসি-০৭; বিএডিসি-০৬, খুচরা সার ডিলার-৮১ টি
১৯ বালাইনাশক ডিলার মোট-১৮৭ টি (পাইকারী-১০; খুচরা-১৭৭)
২০ বীজ ডিলার ০৬ টি
২১ নার্সারি ১১ টি

উপজেলার মানচিত্র

Visitor Number

Visit counter For Websites